Bengali | Edited by Biren Bhattacharya | Thursday August 8, 2019
Karan Singh: জম্মু কাশ্মীর (Jammu and Kashmir) নিয়ে সরকারের অবস্থান প্রসঙ্গে বিবৃতি দিয়ে প্রতিক্রিয়া দিলেন জম্মু কাশ্মীরের কংগ্রেস নেতা তথা প্রাক্তন রাজ্যপাল করণ সিং(Karan Singh)। তিনি বলেন, কেন্দ্রের সিদ্ধান্তের তিনি “পুরোপুরি সমালোচনা” করার পক্ষে নন তিনি, যাকে বলা হচ্ছে, “খুব দ্রুত এবং সবাইকে অবাক করে দিয়েছে”। সিদ্ধান্তটি বিভিন্নস্তরে কার্যকর করতে হবে বলেও নিজের প্রতিক্রিয়ায় জানান জম্মু কাশ্মীরের শেষ সদর-ই-রিয়াসত এবং সেখানকার প্রথম রাজ্যপাল করণ সিং(Karan Singh)। ১৯৪৭-এ কাশ্মীর অন্তভুর্ক্তির সময় চুক্তিপত্রে সই করেছিলেন তাঁর বাবা মহারাজ হরি সিং।
www.ndtv.com/bengali