Bengali | Edited by Biren Bhattacharya | Thursday August 8, 2019
জম্মু ও কাশ্মীরের (Jammu and Kashmir) বিশেষ মর্যাদা প্রত্যাহার করে নিয়ে নিয়েছে কেন্দ্রীয় সরকার। পাশাপাশি রাজ্যটিকে ভেঙে দিয়ে দুটি কেন্দ্রশাসিত অঞ্চল করার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। সেখানে চলছে বনধ। এরমধ্যেই লাদাখের (Ladakh) কার্গিল, দ্রাস ও সাঙ্কো এলাকায় বড় জমায়েত নিষিদ্ধ করল প্রশাসন। ১৪৪ ধারা জারি করে কার্গিলের জেলা প্রশাসন জানিয়েছে, কোনও জায়গায়, চারজন বা তারবেশী সংখ্যক মানুষের জমায়েত হলেই, শাস্তিমূলক পদক্ষেপ করা হবে। বৃহস্পতিবার বিকেল ৫টার পর থেকেই সেখানে (Ladakh) এই সিদ্ধান্ত কার্যকর হয়ে যাবে, বলে জানিয়েছে প্রশাসন।
www.ndtv.com/bengali