Bengali | Edited by Anindita Sanyal | Tuesday July 23, 2019
কর্নাটক বিধানসভায় আস্থা ভোটে হারায় পতন হয়ে গেল এএইচডি কুমারস্বামী এবং কংগ্রেসের জোট সরকারের।জোট সরকারের পক্ষে পড়েছে ৯৯টি ভোট, অন্যদিকে, ১০৫টি ভোট পড়েছে বিজেপির পক্ষে। গত কয়েক সপ্তাহ ধরে, পদত্যাগ করছেন ১৬জন বিধায়ক এবং সরকারের থেকে সমর্থন প্রত্যাহার করেছেন দুজন নির্দল বিধায়ক। ফলে গত সপ্তাহ থেকেই আস্থা ভোট থেমেছিল কর্নাটকে। মঙ্গলবার আস্থা ভোটের কয়েকঘন্টা আগেই, সংঘর্ষে জড়িয়ে পড়েন কংগ্রেস ও বিজেপি কর্মী সমর্থকরা। দুজন নির্দল বিধায়ককে জোট সরকারের পক্ষে ভোট দেওয়ার জন্য নিয়ে যাওয়ার চেষ্টা করে কংগ্রেস। তারা আগেই দলত্যাগ করেছিল।
www.ndtv.com/bengali