Bengali | NDTV | Friday July 19, 2019
সঙ্কটে কর্নাটকের জোট সরকার, বেশ কয়েকজন বিধায়কের লাগাতার ইস্তফার ফলে সংখ্যাগরিষ্ঠতা হারানোর আশঙ্কায় ভুগছেন তাঁরা। ক্ষমতায় থাকতে গেলে আজ অর্থাৎ শুক্রবার দুপুর ১:৩০ মিনিটের মধ্যে তাঁদের আস্থা ভোটের (Karnataka trust vote) মাধ্যমে নিজেদের সংখ্যাগরিষ্ঠতার প্রমাণ দিতে হবে। “আপনি সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছেন”, কর্নাটকের মুখ্যমন্ত্রী এইচ ডি কুমারাস্বামীকে (HD Kumaraswamy) চিঠি লিখে জানিয়েছেন রাজ্যপাল (Governor) ভাজুভাই ভালা। বিজেপির প্রতিনিধিদলের অনুরোধে এর আগেই রাজ্যপাল, কর্নাটক বিধানসভার অধ্যক্ষকে বৃহস্পতিবার দিনের শেষ নাগাদ একটি আস্থা ভোট করার আহ্বান জানিয়েছিলেন, কিন্তু তাতে কান না দিয়ে শুক্রবার পর্যন্ত বিধানসভার অধিবেশন (Karnataka assembly) স্থগিত করে দেন অধ্যক্ষ। এরই প্রতিবাদে বিজেপি সিদ্ধান্ত নেয় যে, তাঁদের বিধায়করা রাতভর কর্নাটক বিধানসভাতেই থাকবেন।
www.ndtv.com/bengali