Bengali | Reported by Maya Sharma, Edited by Deepshikha Ghosh | Tuesday July 9, 2019
কর্ণাটকের কংগ্রেস-জনতা দল (সেক্যুলার) জোট সরকার তাঁদের ১৪ জন বিধায়কের পরপর ইস্তফার কারণে যখন সংখ্যাগরিষ্ঠতা হারানো আশঙ্কায় ভুগছিল (Karnataka Political Crisis)তখনই তাঁদের স্বস্তির খবর শোনালেন বিধানসভার অধ্যক্ষ। স্পিকার রমেশ কুমার সিদ্ধান্ত নিয়েছেন যে, যথাযথ নিয়ম মেনে বিধায়করা ইস্তফা না দেওয়ায় ওই ইস্তফাগুলি গ্রহণ করবেন না তিনি।এ ব্যাপারে রাজ্যপালকে চিঠিতে তিনি জানিয়েছেন, একজন বিধায়কও তাঁর সঙ্গে সাক্ষাৎ করেন নি।তবে ওই ১৪ বিধায়কের ইস্তফা স্পিকার গ্রহণ না করায় কিছুটা হলেও হাতে সময় পেল শাসক জোট।তবে আশঙ্কার কথা এই যে মঙ্গলবারের এক বৈঠকে সমস্ত বিধায়কের উপস্থিতি বাধ্যতামূলক করা সত্ত্বেও এক ডজন কংগ্রেস বিধায়ক উপস্থিত হন নি, তাঁদের মধ্যে ৩ জন অসুস্থতার দোহাই দিয়েছেন।
www.ndtv.com/bengali