Bengali | Edited by Biswadip Dey | Wednesday December 25, 2019
কর্নাটকে কোনও ডিটেনশন কেন্দ্র নেই বলে জানালেন রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী বাসবরাজ বোম্মাই। বেঙ্গালুরু থেকে ৩০ কিলোমিটার দূরে অবস্থিত সোন্দেকোপ্পা গ্রামে অবস্থিত বিতর্কিত কেন্দ্রটি মাদক পাচারে ধৃত আফ্রিকানদের রাখার জন্য বলে মঙ্গলবার সাংবাদিকদের জানান তিনি। তিনি বলেন, ‘‘এটা ডিটেনশন কেন্দ্র নয়। কাউকে নাগরিকত্ব ইস্যুতে আটক রাখার কোনও উদ্দেশ্যই নেই এখানে।’’ কীভাবে এই কেন্দ্রটি চালানো হয়, সে সম্পর্কে তাঁর কোনও ধারণা নেই বলেও জানান বাসবরাজ বোম্মাই।
www.ndtv.com/bengali