Bengali | Edited by Indrani Halder | Monday December 9, 2019
কর্ণাটকের উপনির্বাচনের (Karnataka Bypolls) ভোটগণনা যতই এগোচ্ছে ততই যেন সে রাজ্যে স্পষ্ট হচ্ছে গেরুয়া রঙ। সোমবার ভোটগণনার সময় (Karnataka bypoll results) দেখা গেছে সে রাজ্যে ক্রমশই বিরোধী শক্তিকে পিছনে ফেলে এগিয়ে গেছে ক্ষমতাসীন বিজেপি। গত সপ্তাহেই কর্ণাটকের ১৫টি আসনে উপনির্বাচন হয়। মাত্র ৪ মাসেই কামাল দেখিয়েছে মুখ্যমন্ত্রী বিএস ইয়েদুরাপ্পার (BS Yediyurappa) সরকার, আর তাই বোধহয় জনগণ ভরসা রাখতে চাইছে গেরুয়া দলের উপরেই, ভোটগণনার প্রাথমিক ফল সেদিকেই ইঙ্গিত দিচ্ছে। ১৫টির মধ্যে ১২ টি আসনে এগিয়ে রয়েছে বিজেপি। বাকিগুলোয় এগিয়ে রয়েছে কংগ্রেস এবং জেডিএস । কর্ণাটকের কংগ্রেস নেতা ডি কে শিবকুমার বলেন, "এই ১৫ টি নির্বাচনীকেন্দ্রের ভোটারদের জনাদেশ আমাদের মেনে নিতেই হবে। জনগণ তাঁদের চাইছে। আমরা হার স্বীকার করছি। তবে আমার মনে হয় না যে এতে আমাদের হতাশ হওয়া উচিত।" কংগ্রেস-জনতা দল সেকুলারের (জেডিএস) জোট সরকার ভেঙে যাওয়ার পর ক্ষমতায় আসে বিজেপি। গত জুলাই মাসে কর্ণাটকে যে বিধায়করা পদত্যাগ করেছিলেন তাঁদের ছেড়ে যাওয়া ১৭টি বিধানসভা আসনের মধ্যে ১৫ টিতে গত বৃহস্পতিবার উপনির্বাচনের ভোটগ্রহণ হয়। বিজেপিকে বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতা অর্জনের জন্য কমপক্ষে ৭টি আসনে জিততেই হবে, কেননা তা হলেই উপ-নির্বাচনের পরে (Karnataka bypoll result 2019) তাঁদের কাছে ২২২ জন বিধায়কের সমর্থন থাকবে। যদিও দুটি আসন এখনও শূন্য রয়েছে। বিজেপির কাছে বর্তমানে ১০৫ জন বিধায়ক এবং একজন নির্দল প্রার্থীর সমর্থন রয়েছে, ওদিকে কংগ্রেসের কাছে রয়েছে ৬৬ এবং জেডিএসের কাছে আছে ৩৪ জন বিধায়কের সমর্থন।
www.ndtv.com/bengali