Bengali | Edited by Indrani Halder | Monday March 9, 2020
সবেমাত্র প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাত থেকে ''নারী শক্তি পুরস্কার'' পেয়েছেন ৯৮ বছরের কার্থিয়ানী আম্মা, আর এই পুরস্কার (Nari Shakti Puraskar) তাঁকে আরও এগিয়ে চলার শক্তি জোগাচ্ছে বলে দাবি করেছেন তিনি। পুরস্কার পাওয়ার পর প্রধানমন্ত্রীর (PM Modi) সঙ্গে আলাপচারিতার সময় আরও পড়াশুনো করার ইচ্ছাপ্রকাশ করেছেন তিনি (Karthiani Amma)। কার্থিয়ানী আম্মা ৯৮ শতাংশ নম্বর নিয়ে চতুর্থ শ্রেণির পরীক্ষায় পাশ করেছেন। "আমি সম্প্রতি চতুর্থ শ্রেণির পরীক্ষায় পাশ করেছি, এখন আমি আরও পড়াশোনা করতে চাই", প্রধানমন্ত্রীর কাছে আবদারের সুরে বলেন ওই বৃ্দ্ধা। তিনি আরও জানান যে তিনি এখন কম্পিউটার শিখতেও শুরু করেছেন। কেরলের বাসিন্দা ওই বৃদ্ধাকে দেখে পড়াশুনোয় উৎসাহ পেয়েছেন ১০৫ বছরের আরেক বৃদ্ধা ভাগীরথী আম্মাও। রাজ্য সাক্ষরতা অভিযানের অধীনে পড়াশুনো করে তিনিও চতুর্থ শ্রেণির পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন।
www.ndtv.com/bengali