Bengali | Biren Bhattacharya | Tuesday August 27, 2019
জম্মু ও কাশ্মীরের (Jammu and Kashmir) পরিস্থিতি উল্লেখযোগ্যভাবে উন্নতি হচ্ছে বলে মঙ্গলবার জানাল প্রশাসন। বুধবার, যে সমস্ত এলাকা থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেওয়া হয়েছে, সেই সমস্ত এলাকায় শিক্ষা প্রতিষ্ঠান খোলা হবে বলে জানাল প্রশাসন। জম্মু ও কাশ্মীরের তথ্য ও জনসংযোগ দফতরের ডিরেক্টর সইদ শেহরিশ আসগর বলেন, “প্রতিদিনই কাশ্মীরের পরিস্থিতি ভাল হচ্ছে। ইতিমধ্যেই ৩,০৩৭ প্রাইমারি এবং ৭৭৪টি মাধ্যমিক স্কুল খোলা হয়েছে, হাইস্কুলগুলিও খুলতে চলেছে। সাংবাদিক সম্মেলনে তিনি এও জানান, প্রত্যেক এলাকায় দোকান খোলার জন্য ব্যবসায়ীদের অনুমতিও দেওয়া হয়েছে। আসগর জানান, শিক্ষাপ্রতিষ্ঠানগুলিতে উপস্থিতির হার বাড়ানোর চেষ্টা চলছে। তাঁর কথায়, “শিক্ষকদের উপস্থিতির হারও উল্লেখযোগ্যভাবে বাড়ছে”।
www.ndtv.com/bengali