Bengali | Edited by Biren Bhattacharya | Monday August 5, 2019
৩৭০ নম্বর ধারা তুলে দেওয়ার ফলে, এবার থেকে জম্মু ও কাশ্মীরে জমি কিনতে পারবেন অন্য রাজ্যের বাসিন্দারা এবং সেখানে তথ্য জানার অধিকার আইন প্রযোজ্য হবে। সোমবার বিভিন্ন বিষয়সহ জম্মু ও কাশ্মীর থেকে ৩৭০ নম্বর ধারা তুলে দেওয়ার সিদ্ধান্ত নেয় কেন্দ্রীয় সরকার। এটি ছিল ১৯৪৭-এর অন্যতম একটি বিষয়। সংসদে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানান, রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের সই করা বিজ্ঞপ্তির “সঙ্গে সঙ্গেই” এটি কার্যকর হয়ে যাবে। এছাড়াও রাজ্যটিকে দুটি কেন্দ্রশাসিত অঞ্চলে ভাগ করতে একটি আলাদা বিল পেশ করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। দিল্লির মতোই জম্মু ও কাশ্মীরে বিধানসভা থাকবে, তবে লাদাকে বিধানসভা থাকবে না।
www.ndtv.com/bengali