Bengali | NDTV | Monday June 10, 2019
কাঠুয়ায় (Kathuya Gang Rape And Murder Case ) আট বছরের শিশুকে গণধর্ষণ ও (Gang rape ) খুনের (Murder) ঘটনায় আট জনের মধ্যে ছ' জনকে দোষী সাব্যস্ত করল আদালত। তাদের মধ্যে তিনজনকে সারা জীবন জেলেই থাকতে হবে। এদের সর্বনিম্ন যাব্বজীবন (Life Imprisonment) কারাদণ্ড হতে পারে বলে মনে করা হয়েছিল। তাই হল। এই ঘটনায় মোট আটজনের মধ্যে ৬ জনকে দোষী সাব্যস্ত করা হল। একজনকে মুক্তি দিয়েছে আদালত। সর্বনিম্ন যাব্বজীবন কারাদণ্ড হতে পারে। যে সমস্ত ধারায় চার্জশিট (Charge Sheet) জমা পড়েছে তাতে ফাঁসির সাজা দেওয়ার সম্ভাবনা ছিল বলে মনে করেন আইনজীবী মহলের একটা বড় অংশ।
www.ndtv.com/bengali