Bengali | Edited by Joydeep Sen | Saturday January 25, 2020
সেই গ্রাহক আদালত ওই দুই সংস্থাকে নির্দেশ দিয়েছিল, ক্ষতিপূরণ বাবদ এক কোটি টাকা আবেদনকারীকে মেটাতে হবে। কৌন বনেগা কড়োরপতি বা কেবিসির (KBC) আড়ালে 'অসাধু ব্যবসা' করছে স্টার ইন্ডিয়া আর এয়ারটেল (Airtel)। সেই জনপ্রিয় শো-এর তৃতীয় সিজনের প্রসঙ্গ উল্লেখ করে ওই মামলা করা হয়েছিল।
www.ndtv.com/bengali