Bengali | Edited by Indrani Halder | Tuesday September 24, 2019
উত্তরপ্রদেশের (Uttar Pradesh) কৌশম্বী জেলায় এক ১৬ বছরের কিশোরীকে গণধর্ষণ (UP Gang Rape) করল ৩ দুষ্কৃতী। শুধু গণধর্ষণ করেই ক্ষান্ত থাকেনি তাঁরা, গোটা ঘটনাটি একটি মোবাইলে ভিডিও রেকর্ড করে ছড়িয়ে দেয় তাঁরা। অভিযুক্তদের মধ্য একজনকে (Kaushambi Gang Rape) ধানক্ষেতের মধ্যেই হাতেনাতে ধরে ফেলে স্থানীয় গ্রামবাসীরা। কিন্তু বাকি দু'জন পালাতে সক্ষম হয়। মূল অভিযুক্তকে ধরে ফেলার পর তাঁকে এমন গণধোলাই দেয় গ্রামবাসীরা যে তাঁর মৃতপ্রায় অবস্থা। লখনউ থেকে ১৯০ কিলোমিটার দূরে ওই ঘটনাটি ঘটেছে বলে জানিয়েছে উত্তরপ্রদেশ পুলিশ।
www.ndtv.com/bengali