Bengali | Edited by Indrani Halder | Friday December 27, 2019
ফের ভয়াবহ বিমান দুর্ঘটনা, একটি যাত্রীবাহী বিমান ভেঙে পড়ল কাজাখস্তানে (Kazakhstan) । জানা গেছে ওই বিমানে সব মিলিয়ে ১০০ জন যাত্রী ছিলেন। উচ্চতা হারিয়ে ফেলার জেরে এই দুর্ঘটনা (Plane Crash) বলেই প্রথামিক ভাবে অনুমান। বিমানবন্দর সূত্রে জানা গেছে, বেক এয়ারের বিমানটি উচ্চতা হারিয়ে ফেলার জেরে আলমাটীর কাছে কাজাখস্তান বিমানবন্দরের (Kazakhstan Airport) কাছেই একটি দোতলা বাড়ির ওপর ভেঙে পড়ে সেটি। এখনও পর্যন্ত ১৪ জনের মৃত্যুর খবর মিলেছে। মৃতের সংখ্যা বাড়ার আশঙ্কা।
www.ndtv.com/bengali