Bengali | Edited by Indrani Halder | Tuesday February 4, 2020
গত ৫ দিনে তিন-তিনটি করোনা ভাইরাস আক্রান্ত রোগীর সন্ধান (Coronavirus Cases in Kerala) মিলেছে কেরলে, যা দেখে শুনে আতঙ্কে সে রাজ্য সহ গোটা দেশের মানুষ। পরিস্থিতি মোকাবিলায় সোমবারই সে রাজ্যে "বিপর্যয়" ঘোষণা করেছে কেরল সরকার। নতুন করে যাতে কেরলে করোনা ভাইরাস (Coronavirus) ছড়িয়ে না পড়ে তার জন্যে ইতিমধ্যেই নজরদারি, যোগাযোগ রক্ষা এবং কাউন্সেলিং সংক্রান্ত কাজের জন্য ৪০,০০০ এরও বেশি স্বাস্থ্য আধিকারিক, সরকারি কর্মচারী, গ্রাউন্ড স্টাফকে একত্রিত করা হয়েছে।
www.ndtv.com/bengali