Bengali | ANI | Wednesday July 24, 2019
বছর তিনেকের ওই পোষ্যটিকে কেরলের একটি জনপ্রিয় বাজারে এদিক সেদিক ঘুরে বেড়াতে দেখে তাঁকে উদ্ধার করে নিয়ে আসেন পশুপ্রেমী শামীন, কুকুরটির গলায় একটি চিরকূট লিখে রেখেছিলেন তাঁর মালিক। “প্রতিবেশীর এক কুকুরের সঙ্গে ‘অবৈধ সম্পর্ক’ গড়ায় আমার পোষ্যকে আমি পরিত্যাগ করলাম”, মালয়ালাম ভাষায় চিরকূটটি লেখা ছিল বলে জানিয়েছেন কুকুরটির উদ্ধারকারী ওই মহিলা।
www.ndtv.com/bengali