Bengali | Edited by Biren Bhattacharya | Friday October 11, 2019
অর্থ ও সম্পত্তির জন্য ৬ জনকে খুন করার কথা কবুল করা মহিলাকে আদালত চত্ত্বরে জমল উপচে পড়া ভিড়। কেরলের কোঝিকোড়ের আদালতে বৃহস্পতিবার ওই মহিলাকে দেখতে ভিড় জমান সাধারণ মানুষ। গত কয়েকদিনে কেরলের পরপর খুনের (Kerala serial killing) ঘটনায় অন্যতম অভিযুক্ত বছর সাতচল্লিশের মহিলা জলি শাজু (Jolly Shaju) । অন্য দুই অভিযুক্তের সঙ্গে জলি শাজুকেও ৬ দিনের পুলিশ হেফাজতে পাঠানো হয়। বাকি দুই অভিযুক্ত এমএস ম্যাথু এবং প্রাজি কুমার, ৬ জনকে খুন করতে জলি শাজুর ব্যবহার করা সায়নাইড সরবরাহ করার অভিযোগ রয়েছে প্রাজি কুমারের বিরুদ্ধে।
www.ndtv.com/bengali