Bengali | Edited by Indrani Halder | Wednesday January 29, 2020
বুধবার কেরল বিধানসভায় শুরু হল বাজেট অধিবেশন। তবে তার আগেই সংশোধিত নাগরিকত্ব আইন (CAA) নিয়ে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয় বিধানসভা কক্ষে (Kerala State Assembly)। অধিবেশন সূচনাকালে বক্তব্য রাখার সময় রাজ্যপাল (Kerala Governor) আরিফ মহম্মদ খান বলেন, "আমি এই অনুচ্ছেদটি পড়ছি (সিএএ বিরোধী প্রস্তাবনা), কারণ মুখ্যমন্ত্রী চান যে আমি এটা পড়ি, যদিও আমি বিশ্বাস করি যে বিষয়টি (Citizenship Amendment Act) এই অধিবেশনের নীতি বা কর্মসূচির আওতায় নয়। তবু মুখ্যমন্ত্রী বলেছেন যে এটা সরকারের দৃষ্টিভঙ্গি, তাই তাঁর ইচ্ছাকে সম্মান জানাতেই আমি এই অনুচ্ছেদটি পড়ছি"।
www.ndtv.com/bengali