Bengali | NDTV | Wednesday September 12, 2018
সন্ন্যাসিনীকে ধর্ষণের অভিযোগ উঠেছিল কেরালার যে ক্যাথলিক যাজকের বিরুদ্ধে, তাঁকে নিয়ে গোটা রাজ্য জুড়ে বিক্ষোভের মধ্যে আজ সিদ্ধান্ত নেবে পুলিশ। অভিযুক্ত বিশপ ফ্রাঙ্কো মুলাক্কালকে গ্রেফতার করা হবে কি না, তা নিয়েই চূড়ান্ত সিদ্ধান্ত পুলিশের পক্ষ থেকে গ্রহণ করা হবে আজ। তাঁকে জেরা করার জন্য ডাকা হতে পারে। অভিযোগকারিণী সন্ন্যাসিনীর ভাই অভিযোগ করেন যে, অভিযুক্ত বিশপ তাঁর বিরুদ্ধে করা অভিযোগ তুলে নেওয়ার জন্য ওই সন্ন্যাসিনীকে পাঁচ কোটি টাকার ঘুষ দিতেও চেয়েছিলেন। টানা দু’বছর ধরে ওই সন্ন্যাসিনীকে ধর্ষণ করেছিলেন বলে ওই বিশপের বিরুদ্ধে কেরালা হাইকোর্টে অভিযোগ জানিয়েছিল পুলিশ। কিন্তু, হাইকোর্ট কোনও ব্যবস্থাই গ্রহণ করেনি। চল্লিশোর্ধ্ব ওই সন্ন্যাসিনী অভিযোগ করেন যে ফ্রাঙ্কো মুলাক্কাল 2014 থেকে 2016 সালের মধ্যে তাঁকে মোট তেরোবার ধর্ষণ করেছিলেন।
www.ndtv.com/bengali