Bengali | Reported by Mohammad Ghazali, Edited by Divyanshu Dutta Roy, Sumana Chakraborty | Monday August 19, 2019
উত্তর ভারতের বেশ কিছু রাজ্যে রয়েছে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা।রবিবার প্রবল বৃষ্টির কারণে হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড ও পাঞ্জাবে কমপক্ষে ২৮ জন প্রাণ হারিয়েছে এবং ২২ জন নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে।রবিবারের বৃষ্টির জন্য শুধু হিমাচল প্রদেশে ২২ জন মারা গেছে এবং নয় জন আহত হয়েছে। আধিকারিকদের দেওয়া তথ্যানুসারে, সিমলায় ৯ জন এবং সোলানে ৫ জন মারা গেছে। এ ছাড়া কুলু, সিরমৌর ও চম্বায় ২ জন করে এবং ওনা ও লাহৌল-স্পিতি জেলায় একজন করে মারা যাওয়ার খবর আছে।অন্যদিকে, যমুনা ও অন্যান্য উপনদীতে জলের স্তর বৃদ্ধি পাওয়ায় দিল্লি, হরিয়ানা, পাঞ্জাব এবং উত্তর প্রদেশে বন্যার সতর্কতা জারি করা হয়েছে। দিল্লিতে বন্যার সম্ভাবনা দেখা যাওয়ার ফলে, সরকার রবিবার দেশের রাজধানীতে বন্যার সতর্কতা জারি করেছে। এর পাশাপাশি নিচু অঞ্চলে বসবাসরত লোকদের সেখান থেকে নিরাপদ জায়গায় নিয়ে যাওয়ার কাজ চলছে।
www.ndtv.com/bengali