Bengali | NDTV | Saturday May 25, 2019
জঙ্গি সংগঠন জামাত উল মুজাহিদিন বাংলাদেশকে (JMB) নিষিদ্ধ ঘোষণা করল ভারত সরকার। ২০১৪ সালের ২ অক্টোবর পশ্চিমবঙ্গের খাগড়াগড় বিস্ফোরণ, ২০১৮ সালের ১৯ জানুয়ারি বু্দ্ধগয়া বিস্ফোরণের মতো ভারতে অসংখ্য জঙ্গিহানার পিছনে এই গোষ্ঠীর হাত রয়েছে। ২৩ মে প্রকাশিত গেজেট বিজ্ঞপ্তিতে এমএইচএ (MHA) আনলফুল অ্যাক্টিভিটিস প্রিভেন্ট অ্যাক্ট-এর প্রথম শিডিউলে জেএমবি ও তার শাখাগুলিকে ‘জঙ্গি সংগঠন’ হিসেবে চিহ্নিত করেছে।
www.ndtv.com/bengali