Bengali | Written by Indrani Halder | Monday June 29, 2020
ফের শাসক-বিরোধী সংঘর্ষে উত্তপ্ত বাংলার (West Bengal) রাজনীতি। রবিবার তৃণমূল-বিজেপি সংঘর্ষে রণক্ষেত্র হয়ে ওঠে পূর্ব মেদিনীপুরের খেজুরি (Khejuri)। গুলিবিদ্ধ হন কাঁথির বিজেপি সম্পাদক পবিত্র দাস। বর্তমানে তিনি তমলুক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। কয়েকদিন ধরেই পূর্ব মেদিনীপুরের খেজুরির দু’নম্বর ব্লকের নিচকসবা অঞ্চলের গোড়াহাট জলপাই এলাকায় তৃণমূল (TMC) ও বিজেপি (BJP) কর্মী সমর্থকদের মধ্যে ছোটখাটো সংঘর্ষ লেগেই ছিল। রবিবার সেই ঝামেলাই চরম আকার নেয়।
www.ndtv.com/bengali