Bengali | Edited by Indrani Halder | Saturday February 1, 2020
শনিবার সংসদে দাঁড়িয়ে দেশের কৃষকদের কথা চিন্তা করে কেন্দ্রীয় বাজেটে (Budget 2020) বেশ কয়েকটি ঘোষণা করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। সরকারি-বেসরকারি অংশীদারিত্ব অর্থাৎ পিপিপি মডেলে বিশেষ 'কিষান রেল' চালুর ঘোষণা করলেন তিনি (Nirmala Sitharaman)। এর মাধ্যমে যে যে ফসল তাড়াতাড়ি নষ্ট হয়ে যাওয়ার প্রবণতা আছে, তাদের দেশের যে কোনও প্রান্তের হিমঘর পাঠানো যাবে। বাজেট (Union Budget) পেশের সময় তিনি বলেন, "নষ্ট হয়ে যাওয়ার প্রবণতা সম্পন্ন কৃষিপণ্যগুলিকে যাতে রেলপথের মাধ্যমে সহজে এবং দ্রুত গতিতে দেশের বিভিন্ন প্রান্তের হিমঘরে পাঠানো যায় তার জন্যেই কিষান রেল (Kisan Rail) চালানো হবে। এর ফলে দেশের মধ্যে কোল্ড সাপ্লাই চেইন তৈরি করা যাবে। পিপিপি মডেলের মাধ্যমেই এই কিষান রেলের কাজ শুরু হবে"। মনে করা হচ্ছে এর ফলে অনেকটাই ক্ষতির হাত থেকে বাঁচবেন দেশের কৃষকরা।
www.ndtv.com/bengali