Bengali | Edited by Indrani Halder | Friday August 9, 2019
লাগাতার ভারী বৃষ্টির কারণে ক্রমশই খারাপ হচ্ছে কেরলের সামগ্রিক অবস্থা, সৃষ্টি হয়েছে বন্যা পরিস্থিতির। সবচেয়ে খারাপ অবস্থা হয়েছে কোচির (Kochi)। রবিবার বিকেল তিনটে পর্যন্ত কেরলের কোচি আন্তর্জাতিক বিমানবন্দরে (Cochin International Airport ) বিমান চলাচল বন্ধ রয়েছে, জানিয়েছেন বিমানবন্দরের আধিকারিকরা। পেরিয়ার নদীর জলস্তর এবং বিমানবন্দরের নিকটবর্তী একটি ক্য়ানেলের জলস্তর ক্রমশই বৃদ্ধি পাচ্ছে। ইতিমধ্যেই এই বন্যা পরিস্থিতিতে (Kerale floods ) কমপক্ষে ৬ জন মারা গেছেন; তবে কেরলের সরকারি আধিকারিকরা জানিয়েছেন, মৃতের সংখ্যা বাড়ার সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী কেরলে আগামী কয়েকদিন আরও ভারী থেকে খুব ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ওয়ানাড, ইদুক্কি, মালাপ্পুরম এবং কোজিকোড, ওই চারটি জেলায় রেড অ্যালার্ট জারি করেছে কেরল সরকার। বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন রাজ্যের বিপর্যয় মোকাবিলা বাহিনীর সঙ্গে বৈঠক করেছেন এবং নিজে ত্রাণ ও উদ্ধার কার্যের তদারকি করেছেন ও সরকারি আধিকারিকদেরও সে বিষয়ে তদারকি করার নির্দেশ দিয়েছেন।
www.ndtv.com/bengali