Bengali | Written by Renaissance Chakraborty | Wednesday October 9, 2019
প্রতি বছরের মতো এবছরও পুজোয় ছিল থিমের রমরমা,বেশ কিছু বড় পুজো তো রীতিমত নজরকাড়া থিম করে তাক লাগিয়ে দিয়েছে।তবে হাজারো ভিড়ের মাঝে কিছু ছোটো পুজোও নজর কাড়ল। সচেতনতা ও সাহসিকতার বার্তা দিল তারা।
যেমন মহাতীর্থম দুর্গোৎসব, এখানে থিম এক দূষণমুক্ত দেশ মানে স্বপ্নের দেশ।
বেশিরভাগ মানুষই এখন অবসাদের শিকার হয়ে পড়ছে।সারাক্ষণ দুশ্চিন্তা, জীবনে চলার পথে কেবলই টেনশন।এইসব কিছু থেকে মূক্তি দিতে মহাতীর্থম দুর্গোৎসব তৈরি করেছিল এক টুকরো স্বপ্নের দেশ।যেখানে নেই কোনও দূষণ।এক রঙিন পৃথিবী,যেখানে কেবলই আনন্দ।
www.ndtv.com/bengali