Bengali | Edited by Indrani Halder | Thursday July 2, 2020
করোনা ভাইরাস (Coronavirus) ধীরে ধীরে যেন আরও বেশি করে আতঙ্ক তৈরি করছে মানুষের মধ্যে। একে তো ভয়ঙ্কর এই রোগে পরিবারের একজন আক্রান্ত হলেই গোটা পরিবারের মধ্যেই সংক্রমণ ছড়ানোর আশঙ্কা থাকে। তার উপর আবার যদি সেই করোনা রোগী মারা যান, তবে তাঁর শেষকৃত্য করতে এখন নাকের জলে-চোখের জলে হতে হচ্ছে পরিবারকে। কিন্তু যাঁর মধ্যে করোনার লক্ষণ রয়েছে, অথচ এখনও পরীক্ষার ফল আসেনি, তিনি যদি হঠাৎ মারা যান, তবে কী কী ভোগান্তি হতে পারে সেই দুর্ভোগের সাক্ষী থাকলো কলকাতার (Kolkata) এক পরিবার।
www.ndtv.com/bengali