Bengali | Edited by Indrani Halder | Saturday April 18, 2020
আরও দ্রুতগতিতে করোনা সংক্রমণের লক্ষণযুক্ত ব্যক্তিদের শরীর থেকে নমুনা নিয়ে পরীক্ষা করা হোক, রাজ্য সরকারকে নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। COVID-19 মহামারীতে রাজ্যের পরিস্থিতি সম্পর্কে সঠিক তথ্য সামনে আনুক পশ্চিমবঙ্গ সরকার, এই মর্মে একটি জনস্বার্থ মামলা করা হয়। তারই পরিপ্রেক্ষিতে আদালত ওই কথা বলে।রাজ্য সরকারের তরফে আদালতকে জানানো হয়েছে বর্তমানে দৈনিক ৩০০ টিরও বেশি নমুনা পরীক্ষা করা হচ্ছে। আদালতকে রাজ্যের তরফে স্বাস্থ্য সচিব জানান যে, পশ্চিমবঙ্গে করোনা টেস্ট করার জন্যে পরীক্ষাগারের সংখ্যা বেড়েছে, সেখানে যত দ্রুত সম্ভব ওই পরীক্ষাগুলো করাও হচ্ছে। এরই পরিপ্রেক্ষিতে প্রধান বিচারপতি টি বি এন রাধাকৃষ্ণন এবং বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের বেঞ্চ নির্দেশ দিয়েছে, রাজ্যে করোনা টেস্টের সংখ্যা আরও বাড়ানো হোক।
www.ndtv.com/bengali