Bengali | Press Trust of India | Thursday June 13, 2019
মেডিক্যালে (Medical Stream) আরও বেশী করে স্থানীয়দের জন্য ঘর তৈরি করতে রাজ্য আইন সংশোধন করবে বলে জানালেন মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ।তিনি বলেন, মেডিক্যাল কলেজ এবং হাসপাতালে কর্মরত অনেক ইন্টার্ন চিকিৎসকই স্থানীয় ভাষা ভালভাবে জানেন না। এদিন এসএসকেএম হাসপাতালে যান মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। সেখানেই তিনি বলেন, “আমি মনে করে এই নিয়মের পরিবর্তনের দরকার। আগে, অনেক স্থানীয় পড়ুয়া ছিলেন, এখন অনেক বহিরাগত রয়েছেন, তাঁদের ভাষা সম্পর্কে ধারণা নেই এবং তাঁরা রোগীদের সঙ্গে সমন্বয় গড়ে তুলতে পারেন না”। প্রস্তাবিত সংশোধনীতে মেডিক্যালে(Medical Stream) ২০ শতাংশ স্থানীয়দের জন্য থাকবে। তাঁর কথায়, “আমরা এটা করব, এবং আমি সেরকমই নির্দেশ দিয়েছিল”।
www.ndtv.com/bengali