Bengali | Reported by Renaissance Chakraborty, Written by Renaissance Chakraborty | Monday November 4, 2019
দিল্লি যখন গ্যাস চেম্বারে পরিণত হয়েছে। গোটা রাজধানীজুড়ে যখন ত্রাহি ত্রাহি রব উঠেছে, বিশ্বের তাবড় তাবড় রাষ্ট্রনেতারা যখন উদ্বেগ প্রকাশ করেছেন রাজধানী দিল্লির দূষণ নিয়ে,অনেকে আবার সাহায্যের হাত বাড়িয়েছেন, ঠিক তখনই (Pollution Kolkata)কলকাতার বাসিন্দাদের কাছে একটাই প্রশ্ন আমার শহর কেমন আছে? দূষণের মাত্রা কি পরিমাণে রয়েছে এই শহরে? কলকাতা কি আদৌ সুরক্ষিত? এই সমস্ত প্রশ্নের উত্তর খুঁজতে NDTV বাংলা যোগাযোগ করেছিল পরিবেশ প্রযুক্তিবিদ শ্রী এস এম ঘোষের সঙ্গে ।
এই মুহূর্তে কলকাতার(Pollution Kolkata) বাতাসের গুণগতমানের পরিমাণ দেড়শ থেকে দুইশ মাইক্রো গ্রাম প্রতি ঘনমিটার রয়েছে । WHO র নিয়ম অনুসারে মানুষকে সুস্থ রাখতে হলে বাতাসের গুণগত মানের সূচক রাখতে হবে 25 মাইক্রো গ্রাম প্রতি ঘনমিটার। আর ২০০৯ সালে ভারতের মতো উন্নয়নশীল দেশের ক্ষেত্রে তা 60 মাইক্রোগ্রাম প্রতি ঘন মিটার রাখতে হবে, এমনই সিদ্ধান্ত নেওয়া হয় সরকারের তরফে। ১০ বছরে পরিবেশ পরিস্থিতি অনেকটাই বদলেছে,কিন্তু নিয়মের যে নবিকরণ দরকার তা বোঝা গেলেও, হয় নি।সে ক্ষেত্রে দেশীয় মাত্রার মাপকাঠিতেও কলকাতার বাতাসের গুণগত মানের সূচক নির্দিষ্ট মাত্রার থেকে আড়াই গুণ বেশি !
www.ndtv.com/bengali