Bengali | Edited by Indrani Halder | Thursday December 12, 2019
নাগরিকত্ব বিলের (Citizenship Amendment Bill) প্রতিবাদের জের পড়ল এ রাজ্যেও (West Bengal)। অসমে ওই বিলের বিরুদ্ধে বিক্ষোভের (Anti-CAB Protests) জেরে বৃহস্পতিবার কলকাতা থেকে অসম (Kolkata to Assam) এবং উত্তর-পূর্বের অন্যান্য রাজ্যগুলির উদ্দেশ্যে যাত্রার জন্য়ে নির্ধারিত বেশ কয়েকটি বিমান বাতিল করা হল। বাতিল হওয়া বিমানগুলির সবকটিই বেসরকারি সংস্থার (Airlines) বিমান বলে জানিয়েছেন আধিকারিকরা। বৃহস্পতিবার সকাল থেকেই অসম ও উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগামী বিমানগুলিকে বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন কলকাতা বিমানবন্দরের এক উর্ধ্বতন আধিকারিক।
www.ndtv.com/bengali