Bengali | Reported by Renaissance Chakraborty, Written by Renaissance Chakraborty | Thursday October 31, 2019
আজ সকাল থেকেই রোদ উঠেছে,তবে আকাশ আংশিক মেঘাচ্ছন্ন। আজ সারাদিনই এরকমই আবহাওয়া(Kolkata Weather Update) থাকবে। সকাল থেকেই কখনো ঝলমলে রোদ উঠছে, আবার কখনো রোদের তেজ খানিকটা কমছে।বাঙালির লম্বা উৎসবের মরসুম প্রায় শেষের পথে। দুর্গা পুজোতে ছিটেফোঁটা বৃষ্টি বা জেলায় কোথাও ভারী বৃষ্টি হলেও কালীপুজো আর ভাইফোঁটা কেটেছে বৃষ্টিহীন। কার্তিকের মাঝামাঝি সময়ে হেমন্তের মনোরম আবহাওয়া এখন কলকাতা জুড়ে।
www.ndtv.com/bengali