Bengali | Edited by Biswadip Dey | Thursday January 2, 2020
রাজস্থানের এক হাসপাতালে (Single Hospital In Rajasthan) এক মাসে একশো শিশুমৃত্যুর ( 100 Infants Died) ঘটনা ঘটেছে! এমন চাঞ্চল্যকর ঘটনায় প্রশ্ন উঠছে, এত বিপুল মৃত্যুর পিছনে কি অন্যতম কারণ হাসপাতাল কর্মীদের অবহেলা? ডিসেম্বরের শেষ দু’দিনেই এখানে মারা গিয়েছে অন্তত ন’টি শিশু! রাজস্থানের কোটা শহরের সরকারি হাসপাতাল জেকে লোন হাসপাতালে ঘটেছে এই বিপুল সংখ্যক শিশুমৃত্যুর ঘটনা। জয়পুর থেকে ২৫১ কিমি দূরে অবস্থিত এই হাসপাতালে শিশু অধিকার সুরক্ষা জাতীয় কমিশন তথা এনসিপিসিআরের একটি দল ঘুরে গিয়েছে। সমালোচনায় মুখর বিরোধী দলগুলিও। এনসিপিসিআর তদন্তে নেমে দেখতে পেয়েছে হাসপাতাল চত্বরে ঘুরে বেড়াচ্ছে শুয়োর। হাসপাতালের দরজা-জানলা ভাঙা। পাশাপাশি সেখানে কর্মীসংখ্যাও অপ্রতুল।
www.ndtv.com/bengali