Bengali | NDTV | Monday July 22, 2019
কর্নাটকের বিদ্রোহী বিধায়কদের সমন পাঠিয়েছেন স্পিকার। ক্ষমতাসীন জোট সরকারের অনুরোধ, এঁদের বহিষ্কার করা হোক। এই বিধায়কদের পদত্যাগের ফলে আচমকাই বিপদে পড়ে যেতে হয়েছে রাজ্যের কংগ্রেস-জনতা দল সরকারকে। তাঁদের সমন পাঠানোর অর্থ আস্থা ভোট সোমবার হবে না। যদি না জোট সরকারের তরফে চাপ সৃষ্টি করা হয় নিজেদের সংখ্যাগরিষ্ঠতা প্রমাণের দাবিতে।
www.ndtv.com/bengali