Bengali | NDTV | Thursday July 18, 2019
ভারতের প্রাক্তন নৌসেনা আধিকারিক কুলভূষণ যাদবকে(Kulbhushan Jadhav) দেওয়া মৃত্যুদণ্ড অতি অবশ্যই পুনর্বিবেচনা করতে পাকিস্তানকে, বুধবার রায়ে জানাল আন্তর্জাতিক আদালত। পাশাপাশি প্রাক্তন নৌসেনা আধিকারিককে কনস্যুলার অ্যাক্সেসও দিয়েছে তারা। আন্তর্জাতিক আদালত বলে, কুলভূষণ যাদবের (Kulbhushan Jadhav) মৃত্যুদণ্ড “ততক্ষণ পর্যন্ত স্থগিত থাকবে, যতক্ষণ পর্যন্ত না, পাকিস্তান তাদের রায়,পুনর্বার খতিয়ে দেখা এবং পুনর্বিবেচনা করবে”। ভারতের অভিযোগের সঙ্গে একমত হয়ে আন্তর্জাতিক আদালত জানায়, সামরিক আদালতে সাজাপ্রাপ্ত নৌসেনা আধিকারিককে কনস্যুলার অ্যাক্সেস না দিয়ে ভিয়েনা চুক্তির শর্ত লঙ্ঘন করেছে পাকিস্তান। আন্তর্জাতিক আদালত বলে, “সাজার ওপরে স্থগিতাদেশ, সাজা এবং দণ্ডাদেশ পুনর্বিবেচনা করার অত্যাবশকীয় শর্ত”।
www.ndtv.com/bengali