Bengali | Edited by Divyanshu Dutta Roy | Thursday June 20, 2019
হিমাচলপ্রদেশে (Himachal Pradesh)খাদে বাস পড়ার ঘটনায় ক্রমশই বাড়ছে মৃতের সংখ্যা। । কুলুতে একটি যাত্রীবাহি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে মৃত্যু হয় কমপক্ষে ৪২ জন যাত্রীর, আহত ৩০ জনেরও বেশি যাত্রী।জানা গেছে, কুলুর বানজার এলাকায় পাহাড়ি পথে চলার সময়েই বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে ঘটে ঐ মর্মান্তিক দুর্ঘটনা। স্থানীয় প্রশাসন জানিয়েছে বাসটির ছাদে বেশ কিছু যাত্রী সওয়ার হওয়ায় আরও বাড়তে পারে মৃতের সংখ্যা।জোর কদমে চলছে উদ্ধারকাজ ।
www.ndtv.com/bengali