Bengali | Edited by Joydeep Sen | Friday January 31, 2020
সেই কৌতুক অভিনেতাকে ছয় মাসের জন্য কালো তালিকাভুক্ত কড়া হচ্ছে, এটা কেন আমার সঙ্গে আলোচনা করা হয়নি। এমন প্রশ্ন তুলে ইন্ডিগোকে মেল করেছেন ওই ক্যাপ্টেন। মেলে তিনি লেখেন, "আমার বিমান সংস্থা একটা সিদ্ধান্ত নিয়েছে, সম্পূর্ণ সোশাল মিডিয়া পোস্টের ওপর ভিত্তি করে। এটা দেখে আমি খুব আহত হয়েছি। সেক্ষেত্রে পাইলট-ইন-কমান্ড (Captain) হিসেবে আমার সঙ্গে আলোচনা কড়া হয়নি। আমার ন'বছরের পেশায় এই ঘটনা অভাবনীয়।"
www.ndtv.com/bengali