Bengali | Edited by Indrani Halder | Wednesday February 19, 2020
শরীরে মহিলা হলেও আসলে নিজেকে পুরুষ বলেই ভাবতেন মহারাষ্ট্রের (Maharashtra) বাসিন্দা ললিতা সালভে (Lalita Salve)। পুলিশ কনস্টেবল পদে চাকরি পেয়েও মনে মনে কিছুতেই সুখী হতে পারছিলেন না তিনি, কারণ ওই একটাই শরীর বনাম মনের দ্বন্দ্ব। পরে সাহস করে সিদ্ধান্তটা নিয়েই ফেললেন। বছরখানেক আগে লিঙ্গ পরিবর্তনের (Sex Change) জন্যে অস্ত্রোপচার (Sex Change Surgery) করান মহারাষ্ট্রের পুলিশ কনস্টেবল ললিতা সালভে, পরিবর্তনের পর যাঁর বর্তমান পরিচয় ললিত সালভে। এরপর অনেক আইনি লড়াই, অনেক উত্থান-পতনের গল্প। শেষপর্যন্ত অনেক জীবনযুদ্ধের পর ১৬ ফেব্রুয়ারি নিজের পছন্দের নারীকে বিয়ে করতে পেরেছেন ললিত (Lalit Salve)। সঙ্গিনীর হাত ধরে তাই আজ তিনি বলতে পারছেন, "এবার মনের আনন্দে বাঁচতে পারবো"। পুরো ঘটনাটিকে গল্প মনে হলেও, এই ঘটনা সত্যি।
www.ndtv.com/bengali