Bengali | Reported by Arvind Gunasekar, Sreenivasan Jain, Edited by Biswadip Dey | Wednesday April 1, 2020
দেশে ক্রমেই বাড়ছে করোনা (Coronavirus) আতঙ্ক। এই পরিস্থিতিতে প্রবল হচ্ছে সেফটি গিয়ারের অভাব! ফলে দেশের হাজার হাজার স্বাস্থ্যকর্মীর জীবন বিপন্ন হতে পারে বলে মনে করা হচ্ছে। এই পরিস্থিতিতে শিলিগুড়ির একদল চিকিৎসক যাঁরা পূর্ব কাশ্মীরে করোনা আক্রান্তদের চিকিৎসা করছেন, তাঁরা হুঁশিয়ারি দিয়ে জানিয়েছেন, পিপিই না পেলে তাঁরা ধর্মঘটে যেতে পারেন। তবে এমন অভিযোগ কেবল ভারতেই শোনা যাচ্ছে তা নয়। অন্যান্য দেশেও একই ছবি দেখা গিয়েছে। NDTV জেনেছে, ভারত সরকার পিপিই-র অর্ডার দিতে বিলম্ব করে সপ্তাহখানেক আগে থেকে। ২১ লকডাউন ঘোষণার সময় বা তার পর থেকে। করোনা ভারতে পা রেখেছে অন্তত আট সপ্তাহ আগে। দেশে এখন করোনা আক্রান্ত ১৬৩৭। মৃত ৩৮।
www.ndtv.com/bengali