Bengali | Edited by Indrani Halder | Tuesday May 19, 2020
আবহাওয়াবিদরা পূর্বাভাসে জানিয়েছেন যে, ২০ মে 'আমফান' পশ্চিমবঙ্গ-দিঘা এবং বাংলাদেশের হাতিয়া দ্বীপের মধ্যে দিয়ে খুবই মারাত্মক ঘূর্ণিঝড় আকারে বয়ে যাবে। তবে যে গতিতে ওই ঝড় (Cyclone Amphan) এগিয়ে আসছে তা উপকূলে আছড়ে পড়ার আগে, এর তীব্রতা কিছুটা কম হতে পারে বলে মনে করছেন তাঁরা। আপাতত ওই ঝড়ের গতি ১৫৫ থেকে ১৬৫ কিলোমিটার প্রতি ঘণ্টায়, এটি (Amphan) আরও শক্তি বাড়িয়ে প্রতি ঘন্টায় ১৮০ কিলোমিটারও হতে পারে।
www.ndtv.com/bengali