Bengali | NDTV | Monday June 11, 2018
কয়েক সপ্তাহ ধরেই চিনের 51 বছর বয়সী মানুষটির নাক দিয়ে প্রবল রক্তপাত হচ্ছিল। কোনওভাবেই তা বন্ধ না হওয়ায় তিনি হাসপাতালে যান। তাঁর চিকিৎসা করতে গিয়ে হতভম্ব চিকিৎসকটি দেখেন নাকের ভিতর বাসা বেঁধেছে রক্তচোষা জোঁক। সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে যাওয়া ওই চোখ কপালে তুলে দেওয়া ভিডিওটিতে দেখা যাচ্ছে চিনের ওই চিকিৎসক নাকের ভিতর থেকে একটি বিশাল মোটা জোঁককে টেনে টেনে বের করে আনছেন। জোঁকটি তখনও ভীষণভাবে জীবিত। সেটি ছটফট করছিল...
www.ndtv.com/bengali