Bengali | Edited by Indrani Halder | Friday February 14, 2020
গত মাসে জেএনইউ ক্যাম্পাসে হামলার (JNU Violence) ঘটনার ৪০ দিন পেরিয়ে গেছে। ঘটনার তদন্তে নেমে দিল্লি পুলিশ ইতি মধ্যেই অনেক গুরুত্বপূর্ণ প্রমাণ খুঁজে পেলেও, এখনও কাউকে গ্রেফতার করতে পারেনি তাঁরা। ৫ জানুয়ারি দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে একদল মুখোশধারী হামলা চালায়, ওই ঘটনায় (JNU Attack) এক ছাত্র ও এক শিক্ষকের মাথা ফেটে যায় এবং অল্পবিস্তর আহত হন আরও বেশ কয়েকজন পড়ুয়া। তবে ঘটনার পর থেকে এখনও পর্যন্ত যা দেখা যাচ্ছে, গোটা মামলায় পুলিশ (Delhi Police) খুব ধীর গতিতে তদন্ত করছে। ঘটনার পর একটি ভাইরাল ভিডিওতে হামলাকারীদের ছবি দেখা যায় পাশাপাশি হোয়াটসঅ্যাপ গ্রুপের বিভিন্ন স্ক্রিন শটে ওই হামলা সংক্রান্ত পরিকল্পনার আলোচনা দেখে অনুমান করা হয় যে বিশ্ববিদ্যালয়ের (JNU) ওই হামলার নেপথ্যে আছে বিজেপির ছাত্র সংগঠন এবিভিপি (ABVP)।
www.ndtv.com/bengali