Bengali | Press Trust of India | Wednesday July 24, 2019
ধর্মের ভিত্তিতে ঘৃণ্য-অপরাধ নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি দিয়েছেন বিশিষ্টজনেরা। সেই প্রসঙ্গে মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার তিনি বলেন, তাঁরা যা বলেছেন, তা “বেশ সঠিক”, পাশাপাশি জানান, তিনি দীর্ঘদিন ধরেই এটা বলে আসছেন। তিনি আরও বলেন, “যখনই দেশে সমস্যা তৈরি হয়েছে, যখনই সামাজিক আলোকপাতের প্রয়োজন হয়েছে, তখনই এই বিশিষ্টরা এগিয়ে এসেছেন”। তৃণমূলনেত্রী বলেন, “আমি অনেক সময় দেখেছি, যখন অনেক কথা বলা যায় না, একটা গান সেকথা বলতে পারে”। সাংবাদিকদের মুখ্যমন্ত্রী বলেন, “আমি তাঁদের সম্মান করি। আমি মনে করি, তাঁরা যা বলেছেন, বেশ সঠিক। আজ তাঁরা যে কথা বলেছেন, আমি সেটা দীর্ঘদিন ধরেই বলে আসছি”।
www.ndtv.com/bengali