Bengali | NDTV | Friday July 6, 2018
আদালতের রায় কোণঠাসা হয়ে পড়া উপরাজ্যপালও সাড়া দিতে সময় নেননি। প্রায় সঙ্গে সঙ্গেই তিনি জানিয়েদেন সরকারের সঙ্গে বৈঠক করতে তাঁর আপত্তি নেই। সে মতো আজ দুপুরে দুপক্ষের কথা হবে। মুখ্যমন্ত্রী ছাড়া উপমুখ্যমন্ত্রী মণিশ শিশোদিয়াও সেখানে অংশ নেবেন বলা জানা গিয়েছে।
www.ndtv.com/bengali