Bengali | Edited by Joydeep Sen | Saturday March 7, 2020
লিসিপ্রিয়া ভারতীয় সাংসদদের বোবা ও কালা বলেও কটাক্ষ করেছে। জলবায়ু সঙ্কট নিয়ে কাজ করতে সম্পূর্ণ ব্যর্থ ভারতীয় সংসদ, এমন অভিযোগও তুলেছে সে। এরপরেই পক্ষে ও বিপক্ষে দ্বিধাবিভক্ত হয়ে যায় নেট দুনিয়া। কয়েকজন সমালোচনার সুরে বলেছেন, "এইটুকু মেয়ে এত কথা বলতেই পারে না। নিশ্চয় ওর হয়ে মা-বাবা টুইটার ব্যবহার করেন।" একজন লিখেছেন, "তুমি নেতিবাচক প্রচার চাইছ। কিন্তু বুঝতে পারছ না, কীভাবে এই প্রচার তোমার পৃথিবী বদলে দেবে।"
www.ndtv.com/bengali