Bengali | Edited by Indrani Halder, Joydeep Sen | Monday May 11, 2020
আমাদের উদ্দেশ্য ছিল যে, যেখানে ছিল, তাঁকে সেখানে রেখেই লকডাউন (Lifting Lockdown) ঘোষণা করা। কিন্তু মাঝপথে একাধিক কারণে কিছু সিদ্ধান্ত বদল করতে হয়েছে। কারণ মানুষের স্বাভাবিক আচরণ, কতক্ষণে বাড়ি ফিরব। লকডাউন ঘোষণার পর এই নিয়ে পঞ্চমবার মুখ্যমন্ত্রীদের সঙ্গে ভিডিও-কনফারেন্সের মাধ্যমে বৈঠক করলেন প্রধানমন্ত্রী (PM-CMs video meet)। চলতি লকডাউনের ভবিষ্যৎ কী, সেই প্রশ্নের জবাব পেতে এদিনের বৈঠক। এদিনের বৈঠকে প্রধানমন্ত্রী আশ্বাস প্রকাশ করে বলেন, "আমার মনে হয় গ্রামীণ ভারত সংক্রমণ-মুক্ত (Covid-19) থাকবে।" এদিকে, মঙ্গলবার থেকে নিয়ন্ত্রিত যাত্রী ট্রেন পরিষেবা চালু করছে ভারতীয় রেল। দিল্লি থেকে দেশের অন্য শহরগুলোতে যাতায়াত করবে মোট ১৫ জোড়া ট্রেন।
www.ndtv.com/bengali