Bengali | Edited by Indrani Halder | Monday June 22, 2020
স্থানীয়দের চেষ্টায় গাড়ি সহ নদীতে ডুবে মৃত্যুর হাত থেকে বাঁচলেন নবদম্পতি। ঝাড়খণ্ডের (Jharkhand) পালামু জেলার ওই ঘটনার ভিডিওটি দেখলে আপনার চক্ষু চড়কগাছ হতে বাধ্য। যেভাবে নদীতে পড়া গাড়িটির (Car Falls into Jharkhand River) মধ্যে থেকে ওই সদ্যবিবাহিতদের বাঁচালেন স্থানীয়রা (Locals Save Newlywed Couple From Drowning) তাতে কোনও প্রশংসাই বোধহয় যথেষ্ট নয়।
www.ndtv.com/bengali