Bengali | Edited by Biswadip Dey, Indrani Halder | Tuesday April 21, 2020
রাজ্যে লকডাউনের (Lockdown) নিয়ম ঠিকমতো মানা হচ্ছে কিনা তা দেখতে মঙ্গলবার কেন্দ্রের একটি দল (COVID-19 Inspection Team)রাজ্যে পৌঁছয়। কিন্তু কলকাতা সফরের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) অনুমতি পেতে তাঁদের বেশ কয়েক ঘণ্টা অপেক্ষা করতে হল। কলকাতা ও জলপাইগুড়িতে দু’টি দলকে পরিদর্শনের অনুমতি দেওয়া হয়নি। পরে স্বরাষ্ট্র মন্ত্রকের হুঁশিয়ারির পরে অনুমতি মেলে। চারটি রাজ্যে গিয়েছে কেন্দ্রীয় দল। এর মধ্যে তিনটি রাজ্যেই রয়েছে বিরোধী দলের সরকার। স্বরাষ্ট্র মন্ত্রকের পক্ষে পুণ্যসলিলা শ্রীবাস্তব বলেন, ‘‘আমরা পশ্চিমবঙ্গ থেকে সমর্থন পাইনি। আমাদের কাজ করার জন্য অনুমতি দেওয়া হয়নি। আমার আবারও রাজ্যকে চিঠি লিখে জানাই সহযোগিতা করতে, অন্যথায় পদক্ষেপ নিতে হবে। মধ্যপ্রদেশ, রাজস্থান ও মহারাষ্ট্রের কাছ থেকে সহযোগিতা পেয়েছি আমরা। দল পাঠানোর সিদ্ধান্ত আমরা নিয়েছি নানা ভাবে ইনপুট পেয়ে, কেবল স্বরাষ্ট্র মন্ত্রকের থেকে নয়।’’
www.ndtv.com/bengali