Bengali | Biswadip Dey | Monday September 9, 2019
‘জাতীয় দল'-এর (National Party Status) তকমা না কেড়ে নেওয়ার জন্য জাতীয় নির্বাচন কমিশনের কাছে আর্জি তৃণমূল কংগ্রেস (TMC), ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি ও সিপিআই (CPI)-র। তাদের অনুরোধ, তাদের নতুন করে করে সুযোগ দেওয়া হোক নির্বাচনী পারফরম্যান্স ভাল করার জন্য। তিন দলই কমিশনকে জানিয়েছে, তারা পুরনো দল। এবং জাতীয় রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সুতরাং কেবলমাত্র সাম্প্রতিক নির্বাচনী ফলাফলের উপরে ভিত্তি করে তাদের অবস্থানের যেন বিচার না করা হয়। সোমবার শুনানির জন্য কমিশনের মুখোমুখি হয়েছিল এই তিন দল। এর আগে শোকজ নোটিশে সাড়া দিয়েও ওই তিন দল জানিয়েছিল, তাদের ‘জাতীয় দল'-এর তকমা কেড়ে নেওয়া উচিত নয় এবারের লোকসভা নির্বাচনের ফলাফলের ভিত্তিতে।
www.ndtv.com/bengali