Bengali | NDTV | Tuesday October 23, 2018
উত্তর প্রদেশের দলিত নেত্রী মায়াবতী NDTVকে এক বিশেষ সাক্ষাতকারে জানালেন, আগামী বছরের লোকসভা নির্বাচনে অখিলেশ যাদবের সঙ্গে দীর্ঘদিনের জোটের বৈঠক চলছে হতে চলেছে। যেখানে দুই পক্ষের আসন ভাগাভাগির আহ্বান জানানোর কথা ঘোষণা করা হবে।
www.ndtv.com/bengali