Bengali | Press Trust of India | Sunday April 28, 2019
Lok Sabha Election Phase 4 : চতুর্থ দফার ভোটগ্রহণ সোমবার। রাজ্যের ৮ লোকসভা আসনে ভোটগ্রহণ হবে চতুর্থ দফায়। ৮ কেন্দ্রের মধ্যে রয়েছে, বহরমপুর(Baharampur), কৃষ্ণনগর (Krishnagar), রানাঘাট(Ranaghat), বর্ধমান পূর্ব(Burdwan East), বর্ধমান-দুর্গাপুর(Burdwan-Durgapur), আসানসোল(Asansol), বোলপুর(Bolpur) এবং বীরভূম(Birbhum) লোকসভা আসন। ৮ কেন্দ্রেই তৃণমূল কংগ্রেস, বিজেপি, বাম এবং কংগ্রেসের মধ্যে লড়াই হবে। নির্বাচন কমিশন জানিয়েছে, ৬৮ জন প্রার্থীর ভাগ্য ইভিএম বন্দি করবেন মোট ১,৩৪,৫৬, ৪৯১ জন ভোটার। ভোটগ্রহণকে অবাধ এবং শান্তিপূর্ণ করে তুলতে ৮ কেন্দ্রে মোট ৫৮০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে, এবং তারা সমস্ত বুথেই থাকবে বলে কমিশনের তরফে জানানো হয়েছে।
www.ndtv.com/bengali